Your one-stop destination to discover everything Indian that is happening on the Internet

জিজ্ঞাসা

- অভয় বর্মন রায়

চেনা মুখগুলো অচেনা লাগছে কেন?
একই মাঠে খাটা
একই পথে হাঁটা
পরস্পরের তীব্র ঘৃণায় রক্ত ঝরছে কেন?
অচেনা লাগছে কেন?

সেদিনও তো সব একই সুরে গাইতাম।
কারখানার ওই মেশিনের তালে,
ভাটিয়ালি সুরে, জেলেদের জালে,
সুখে ও দুঃখে, বিপদে আপদে,
একই সাথে ধাইতাম।
তবুও এখন শতেক যোজন যেন।

সুদ-কষা ওই হিসেব নিকেশে
শোষে একই মহাজন।
রক্ত সবার জল হয়ে যায়,
শ্রমের মুনাফা মালিকেই পায়,
পরিচিতজন ঘৃণা-বিদ্বেষে কেন করে মহারণ?
বন্ধুর খুনে লাল হয় কেন পরিচিত প্রিয়জন?

আমরা তো থাকি একই সমাজে,
এক সাথে এক ঠাঁই,
হাজার বছর রাম ও রহিম
এক প্রাণ ভাই ভাই।
প্রশ্নটা তাই বুকেতে আগুণ জ্বালে,
ভুখা মানুষেরা কবে একসাথে,
এক হবে কবে নেমে রাজপথে?
কাস্তেটা দেবে চাঁদের চমক রুদ্র শিবের ভালে।
লুঠের যজ্ঞে ধ্বংস নাচন রুদ্র নাচের তালে।
Share:

Pageviews

Blog Archive