Your one-stop destination to discover everything Indian that is happening on the Internet

ফেসবুকে মেয়েদের সব বিখ্যাত আর কাঙ্খিত স্ট্যাটাস

১. আজ আমার মন খারাপ, আমার কিছু ভাল লাগে না, কিন্তু কেন?? (এই স্ট্যাটাস বছরে ১৫০দিনই থাকবে, এতে বিচলিত হওয়ার কিছু নাই)।

২. আজ বান্ধবীরা মিলে চটপটি আর ফুচকা খেয়েছি ! অনেক মজা করলাম ! (হ্যা, আপনি যে চটপটি রাস্তায় বা দোকানে দেখেন কিংবা বন্ধুদের সাথে খান তারাও সেইটাই খেয়েছে, এতেও অবাক হওয়ার কিছু নাই। তাদের চটপটি আমেরিকা থেকে আনানো হয়নি !! )

৩. ছেলেরা কেন বুঝতে চায় না প্রেম করাই জীবনের সব কিছু না ( বুঝে নিন সে থার্ড টাইম ছ্যাকা খাওয়া মেয়ে)

৪. উহহ রানবির ছেলেটা কত্ত সুইট! উম্মাহহ... (তার কপালে যেই জিনিস জুটবে না সেইটা নিয়েই মাতামাতি করতে পছন্দ করে)

৫. উহ কত ফ্রেন্ড রিকোয়েস্ট আসে রে, আর ভাল লাগে না ! (বোকা ছেলেরা রিকোয়েস্ট পাঠায় আর মেয়েরা তাদের নিয়ে মজা নেয়)

৬. মা বকেছে তাই কান্দছি , (সর্বোচ্চ মাত্রায় ন্যাকা মেয়ের স্ট্যাটাস)

৭. না না না!! আমার বিড়ালের জ্বর হয়েছে তোমারা সবাই Prey কর প্লিজ (তার নিজের হইলেও একটা কথা ছিল, কিন্তু ফেসবুকে মিলাদ দেওয়ার যে কি দরকার তারাই ভাল জানে)

৮.আমি কতো একা,যদি একটা মনের মতো বন্ধু পেতাম! !! (ফ্রেন্ড লিস্টে ৫০০০টা ফ্রেন্ড ও ১০০০ ফলোয়ার থাকার পরও উনি একা ! ! !)

(বিঃ দ্রঃ প্রতিটি স্ট্যাটাসের পর ১০০টি আতেল মার্কা পোলাগো কমেন্ট থাকা বাধ্যতামুলক। আর বাস্তববাদী ও বুদ্ধিমতি মেয়েরা কিন্তু এসব স্ট্যাটাস দেয় না।)
Share:

Related Posts:

Pageviews

1064945

Blog Archive