Your one-stop destination to discover everything Indian that is happening on the Internet

গরুর হাটে আপনার জন্য কিছু করনীয়

১.লুঙ্গি না পড়ে যাওয়ার চেষ্টা করবেন,যে কোনও সময় গরুর দৌড়ানি খেয়ে লুঙ্গি খুলে গেলে ছ্যাড়াব্যারা অবস্থায় পড়ে যাবেন। আপনাকে লুঙ্গিহীন অবস্থায় দেখে , গরুর হাটে বিশৃঙ্খলার সৃষ্টি হতে পারে।

২.বিনা কারনে দামি মোবাইল ফোন কানে লাগাইয়া পার্ট নিবেন না। যে কোনও সময় গোবরে পিছলাইয়া গেলে পার্ট এর বারোটা বাজতে পারে।

৩.প্যান্টের সামনের পকেটে টাকা না রেখে,প্যান্টের ভিতরে গুপ্ত পকেটে টাকা রাখার চেষ্টা করবেন। এখন পর্যন্ত এমন কোনও সাহসী,বেশরম পকেটমারের জন্ম হয়নাই যে আপনার প্যান্টের ভিতর হাত ঢুকায় দিয়ে টাকা মারবে

৪.গরু কেনার ব্যাপারে অভিজ্ঞতা না থাকলে,অভিজ্ঞ কাউকে সঙ্গে নিবেন,নাহলে কোনও বাটপার আপনারে পাইলে গাভীরে গরু কইয়া আপনার কাছে বিক্রি কইরা দিলে অবাক হওয়ার কিছু থাকবে না।আপনি হয়ত মনে মনে ভাববেন,"আহ! ... আমি দুধওয়ালা গরু পাইছি ...কি তেলেসমাতি কারবার"

৫.গরু কেনা হয়ে গেলে বাড়ি আসার সময় কেউ গরুর দাম জিগ্যেস করলে , চল্লিশ হাজার এর গরু সত্তর হাজার বলবেন না,খুব বেশী হইলে দশ হাজার টাকা বাড়াইলেই হবে।
Share:

Pageviews

Blog Archive