ওমানের রাজধানী মাস্কাটে মোবেলা সুগা-আমিন নামক স্থানে সিগনালের পাশে একটি বিলাস বহুল বাড়ি আছে।আর স্থানীয় মানুষের কাছে বাড়িটি ভুতুড়ে বাড়ি হিসেবে পরিচিত।এই বাড়ি নিয়ে লোক মুখে নানা রকম কথা শুনা যায়।যেমন রাত্রি বেলায় কেও বাড়ির ভেতর ঘুমালে সকালে নাকি তাকে বাহিরে গেটের পাশে পাওয়া যায়।তাছাড়া বাড়িতে কোন লোক না থাকলে ও মাঝে মাঝে রাত্রি বেলায় ভেতর থেকে লাইট জ্বলতে দেখা যায়।
বাড়ি তৈরির পরে এর মালিক যেদিন থেকে পরিবার নিয়ে বাড়িতে উঠে ঠিক সেদিন থেকে ঘটতে থাকে একের পর এক অদ্ভুদ ঘটনা।প্রায় সময় গভীর রাতে হঠাত্ করে তাদের বাড়িতে কারেন্ট চলে যেত।কিন্তু তারা জানালা দিয়ে তাকিয়ে দেখত পুর এলাকায় কারেন্ট আছে অথচ তাদের বাড়িতে কারেন্ট নেই।প্রথম প্রথম তারা ভাবতো হয়তো তাদের বাড়ির সংযুক্ত বৈদ্যুতিক লাইনটি খারাপ হয়ে গেছে তাই এভাবে কারেন্টে সমস্যা করছে।এই জন্য তারা স্থানীয় বিদ্যুত্ অফিসে ফোন করে।কিন্তু অভাক কান্ড বিদ্যুত্ অফিসের কর্মীরা তাদের বাড়ির বৈদ্যুতিক লাইনে কোন ত্রুটি খুঁজে পায়নি।
এভাবে কেটে গেলো কয়েক সপ্তাহ।হঠাত্ একদিন গভীর রাতে তারা লক্ষ্য করে তাদের বাড়ির উপরের তলা থেকে কিছু একটার শব্দ হচ্ছে।আর সেটা ছিলো গা শিউরে উঠার মত শব্দ।মনে হচ্ছিলো কোন যুবতী মেয়ে কান্না করছে।কিন্তু তারা যখন উপরের তলায় যায় ঠিক তখনি কান্নার আওয়াজটি বন্ধ হয়ে গেলো।তার পর থেকে প্রায় সময় তারা এই রকম কান্নার আওয়াজ শুনতে পেত।তাছাড়া রাত্রী বেলায় পরিবারের কোন সদস্য একা ঘুমালে সকালে তাক গাড়ি রাখার লনে পাওয়া যেত।
এভাবে একের পর এক ঘটনা ঘটতে থাকায় বাড়ির মালিক এক সময় বাড়িটি ছেড়ে চলে যায়।তার পরে এই ঘটনা সত্যি কিনা তা যাচাই করার জন্য অনেকে ঐ বাড়িতে রাত্রি যাপন করেছে।আর সবাই একি পরিস্থিতির মুখমুখী হয়েছে।যার ফলে বাড়িটি এখন ভূতুড়ে বাড়ি হিসেবে পরিচিত।