-দিলদার অাহম্মদ রুমন
কতো দাহ ব্যথা সয়ে পেয়েছি তোমাকে
কতো অাঁখি জল ঝরিয়ে দেখেছি তোমাকে,
চাইনা মেলাতে হিসেব তাহার।
চেয়েছি জয় শুধু ভালোবাসার
চেয়েছি প্রেম শুধু অামি তোমার।
কতো দাহ ব্যথা সয়ে পেয়েছি তোমাকে
কতো অাঁখি জল ঝরিয়ে দেখেছি তোমাকে,
চাইনা মেলাতে হিসেব তাহার।
চেয়েছি জয় শুধু ভালোবাসার
চেয়েছি প্রেম শুধু অামি তোমার।
চাঁদের বুকে অাছে কালো ব্যথা
কখনো বুঝিনি অামি তা,
বুঝেছি চাঁদনী রাত
জ্যোৎস্না প্রপাত
অজস্র সুখের সুতোয় বোনা
অামার প্রতি প্রভাত।
চাইনা বুঝতে নিথর অাঁধার
চাইনা মেলাতে হিসেব তাহার।
সাগর জলে অাছে অশ্রু গাঁথা
কখনো ভাবিনি অামি তা,
ভেবেছি এক সাথে
জীবন সৈকতে
অসংখ্য স্বপ্নের পথে দু'জন
হাত রেখে হাতে।
চাইনা ভাবতে নিঠুর পাহাড়
চাইনা মেলাতে হিসেব তাহার।
চেয়েছি জয় শুধু ভালোবাসার
চেয়েছি প্রেম শুধু অামি তোমার।
কখনো বুঝিনি অামি তা,
বুঝেছি চাঁদনী রাত
জ্যোৎস্না প্রপাত
অজস্র সুখের সুতোয় বোনা
অামার প্রতি প্রভাত।
চাইনা বুঝতে নিথর অাঁধার
চাইনা মেলাতে হিসেব তাহার।
সাগর জলে অাছে অশ্রু গাঁথা
কখনো ভাবিনি অামি তা,
ভেবেছি এক সাথে
জীবন সৈকতে
অসংখ্য স্বপ্নের পথে দু'জন
হাত রেখে হাতে।
চাইনা ভাবতে নিঠুর পাহাড়
চাইনা মেলাতে হিসেব তাহার।
চেয়েছি জয় শুধু ভালোবাসার
চেয়েছি প্রেম শুধু অামি তোমার।