- পারমিতা চ্যাটার্জী
হৃদয় যায় ভেসে সাগর পারে, তমাল বনের ধারে?
তেপান্তরের মাঠ পেড়িয়ে সুখ দুঃখের ডিঙা ভেঙে,
গোধূলি বেলার বলাকার সাথে পথ নিতে চায় চিনে।
ক্লান্ত মনটা দড়ি ছিড়ে আজ বেড়িয়ে পড়েছে পথে,
ফিরবে না আর ঘরে, কেন ডাকে তাকে
বার বার পিছে, সে যে পথ হারাবার পাখী।
চাঁদের হাসিতে প্রেম মুছে দিয়ে খুজে বেড়ায় সাথী পথ হারাবার পাখী।
নির্জন পথে পেয়েছিল ভালবাসা, যে পথে এলো
সেই পথে গেল, বন্ধন সব ছিড়ে ফেলে দিয়ে হারিয়ে গেল সে সাথী,
ফেলে আসা পথ খুজে যায় সেই পথ হারাবার পাখী।।
হৃদয় যায় ভেসে সাগর পারে, তমাল বনের ধারে?
তেপান্তরের মাঠ পেড়িয়ে সুখ দুঃখের ডিঙা ভেঙে,
গোধূলি বেলার বলাকার সাথে পথ নিতে চায় চিনে।
ক্লান্ত মনটা দড়ি ছিড়ে আজ বেড়িয়ে পড়েছে পথে,
ফিরবে না আর ঘরে, কেন ডাকে তাকে
বার বার পিছে, সে যে পথ হারাবার পাখী।
চাঁদের হাসিতে প্রেম মুছে দিয়ে খুজে বেড়ায় সাথী পথ হারাবার পাখী।
নির্জন পথে পেয়েছিল ভালবাসা, যে পথে এলো
সেই পথে গেল, বন্ধন সব ছিড়ে ফেলে দিয়ে হারিয়ে গেল সে সাথী,
ফেলে আসা পথ খুজে যায় সেই পথ হারাবার পাখী।।