- পারমিতা চ্যাটার্জী।
শেষ চীঠিটা লিখেছিলাম কাল,
দিয়েছিলাম মেঘের ডাকে, নীল খামে,
পড়ে নিও নীল আকাশের গায়ে।
কাল রাতে গান গেয়েছিলাম তোমার সুরে,
তুমি শুনলেনা সেই সুর,
বাতাসের কোলে ভেঙে ভেঙে মিশে গেল আমার গানের কলি।
আমার জমা কথা জমে থাকা ব্যাথার সাক্ষী হয়ে থাকল নিরবের একটি তারা
তুমি দেখতে পেলেনা।
আজ যখন ঘুম ভাঙল
ভোরের হাল্কা আদরের ছোঁয়ায় তখন দেখি দাঁড়িয়ে আছ আমার কাছে,
আমার সুরতো তখন হারিয়ে গেছে অনেক দূরে,
আমার ব্যাথা তখন জমে গেছে অন্তঃপুরে
তোমায় দিতে পারলামনা।।
শেষ চীঠিটা লিখেছিলাম কাল,
দিয়েছিলাম মেঘের ডাকে, নীল খামে,
পড়ে নিও নীল আকাশের গায়ে।
কাল রাতে গান গেয়েছিলাম তোমার সুরে,
তুমি শুনলেনা সেই সুর,
বাতাসের কোলে ভেঙে ভেঙে মিশে গেল আমার গানের কলি।
আমার জমা কথা জমে থাকা ব্যাথার সাক্ষী হয়ে থাকল নিরবের একটি তারা
তুমি দেখতে পেলেনা।
আজ যখন ঘুম ভাঙল
ভোরের হাল্কা আদরের ছোঁয়ায় তখন দেখি দাঁড়িয়ে আছ আমার কাছে,
আমার সুরতো তখন হারিয়ে গেছে অনেক দূরে,
আমার ব্যাথা তখন জমে গেছে অন্তঃপুরে
তোমায় দিতে পারলামনা।।