- পারমিতা চ্যাটার্জী
সেু শুধু উতল হাওয়া বেড়ায় উড়ে আপন মনে,
মাঝে মাঝে ডাক দিয়ে যায় দরজা খুলে,
কেমন আছ?
এইটুকু তার মনের কথা।
সে যে মাতাল কবি লুকিয়ে বেড়ায়,
বনের গাছে ফাঁকে ফাঁকে,
ভালবাসা খুজে বেড়ায় খেলার ছলে,
একটু পরশ, একটুকু সুখ, মুক্তি খুজে,
পালিয়ে বেড়ায় বিশ্বজোড়া বাঁধন মাঝে।
আমি যখন আয়না ধরি মনের কাছে ,
পাইনা খুজে নীরব প্রেমের প্রতিবিম্ব,
তবে কেন আমায় কাঁদায় অকারণে?
জানি সে তো বনের হরিণ দেবেনা ধরা,
তবুতো চেয়ে থাকি গাছের দিকে
কোকিল ডাকে, তারাগুলো চেয়ে থাকে আকাশ জুড়ে,
আমি তবে কোথায় যে যাই দাওনা বলে,
হৃদয়ের অন্ধকারে একলা থাকি।।
সেু শুধু উতল হাওয়া বেড়ায় উড়ে আপন মনে,
মাঝে মাঝে ডাক দিয়ে যায় দরজা খুলে,
কেমন আছ?
এইটুকু তার মনের কথা।
সে যে মাতাল কবি লুকিয়ে বেড়ায়,
বনের গাছে ফাঁকে ফাঁকে,
ভালবাসা খুজে বেড়ায় খেলার ছলে,
একটু পরশ, একটুকু সুখ, মুক্তি খুজে,
পালিয়ে বেড়ায় বিশ্বজোড়া বাঁধন মাঝে।
আমি যখন আয়না ধরি মনের কাছে ,
পাইনা খুজে নীরব প্রেমের প্রতিবিম্ব,
তবে কেন আমায় কাঁদায় অকারণে?
জানি সে তো বনের হরিণ দেবেনা ধরা,
তবুতো চেয়ে থাকি গাছের দিকে
কোকিল ডাকে, তারাগুলো চেয়ে থাকে আকাশ জুড়ে,
আমি তবে কোথায় যে যাই দাওনা বলে,
হৃদয়ের অন্ধকারে একলা থাকি।।