- পারমিতা চ্যাটার্জী
আজ কি ডাকলে আবার মেঘলা দিনে একলা ঘরে,
দিনের ওই পাখীটা তাই বলল এসে,
কে তোমায় ডাকছে দেখো আকাশ মাঝে মেঘের সাথে।
আমিও চেয়েই থাকি নীল আকাশের দিকে,
বাতাসে কান পেতে রই তোমার কথা শুনি।
হৃদয়ের কান্না হাসি গুমরে মরে আপন মনে,
সে শুধু খুজে বেড়ায় একটি সে সুখ একটি ভালবাসা।
আমি যে পেয়েও হারাই, ভুলতে পারিনা,
সেদিনের উষ্ণ পরশ উষ্ণ ভালবাসা।
তবে কেন আজকে দূরে, কে দিল তোমায় বেঁধে?
আমি দ্বার দিয়েছি খুলে, আসা যাওয়ার পথের ধারে।।
আজ কি ডাকলে আবার মেঘলা দিনে একলা ঘরে,
দিনের ওই পাখীটা তাই বলল এসে,
কে তোমায় ডাকছে দেখো আকাশ মাঝে মেঘের সাথে।
আমিও চেয়েই থাকি নীল আকাশের দিকে,
বাতাসে কান পেতে রই তোমার কথা শুনি।
হৃদয়ের কান্না হাসি গুমরে মরে আপন মনে,
সে শুধু খুজে বেড়ায় একটি সে সুখ একটি ভালবাসা।
আমি যে পেয়েও হারাই, ভুলতে পারিনা,
সেদিনের উষ্ণ পরশ উষ্ণ ভালবাসা।
তবে কেন আজকে দূরে, কে দিল তোমায় বেঁধে?
আমি দ্বার দিয়েছি খুলে, আসা যাওয়ার পথের ধারে।।