- দিলদার অাহম্মদ রুমন
চেয়েছিলাম বিশুদ্ধ হবে সব যুক্তির ভিতর
কিন্তু নিয়মের এই নিষ্ঠুর ফলাফলে
চাওয়া গুলো বিষাক্ত হলো সৃষ্টির বিষে।
কারা যেনো খেলার ছলে হিসেব করে ভালোবাসে।
চেয়েছিলাম বিশুদ্ধ হবে সব যুক্তির ভিতর
কিন্তু নিয়মের এই নিষ্ঠুর ফলাফলে
চাওয়া গুলো বিষাক্ত হলো সৃষ্টির বিষে।
কারা যেনো খেলার ছলে হিসেব করে ভালোবাসে।
পৃথিবীর চলমান যান্ত্রিক মনের ত্রুটি
বিমুক্ত করার মতো কোথাও কেউ নেই।
হারিয়ে গেছে সেই প্রস্ফুটিত ভোর
যেখানে সূর্যদয় ছিলো নিষ্পাপ প্রহর।
মানুষ এখন প্রাণহীন জীবন্ত দেহ
না মরেও প্রতি মুহুর্তে মরে যেতে হয়।
যাদের প্রেমের তরে সুবর্ণ বাঁধন
চাইনা হোক কখনো তাদের মরণ।
বিমুক্ত করার মতো কোথাও কেউ নেই।
হারিয়ে গেছে সেই প্রস্ফুটিত ভোর
যেখানে সূর্যদয় ছিলো নিষ্পাপ প্রহর।
মানুষ এখন প্রাণহীন জীবন্ত দেহ
না মরেও প্রতি মুহুর্তে মরে যেতে হয়।
যাদের প্রেমের তরে সুবর্ণ বাঁধন
চাইনা হোক কখনো তাদের মরণ।