Your one-stop destination to discover everything Indian that is happening on the Internet

পলাশ জঙ্গল (জন্মভূমি)

- কিংশুক অধিকারী

সদ্যমৃত মানুষটির হাতে পতাকা ছিল, এখন  রক্তহীন রঙহীন।
তমসা মান্দাসে তিনি -  প্লাজমে প্লাজমে বিছিয়ে ছিল কান্নার শিকড় –হয়ত  আমাদের দিতে চেয়েছিলেন, খোলা মেলা হাওয়ার ঠিকানা।
জানি না, এখনও কি তার চোখে ঝিকমিক করছে নক্ষত্রের আলোক কণিকা ?
আভিশাপের লতানে গুল্মগুলো জড়িয়ে ধরেছে শরীর  না কোথাও কোনও শোক নেই, ভাঙ্গাচোরা রাত্রে ফিন ফিনে হাওয়ায়
ভেসে বেড়াচ্ছে শুধু বিস্ময় -  আঁধারেই জন্ম, আর অন্ধকারেই মৃত্যু -
যে হাতে রক্তপলাশ ফোটে, সে হাতেই ঝড়ে যায় তারা , এ জঙ্গলে ছায়াও পড়ে না তাদের,
চুল্লি নিভে গেছে, জোয়ারের জলে ভেসে যায়, না পোড়া অস্থি –
আর্যের নিয়ে আসা আগুন কি আর নিভবে কোনও দিন ?
মৃত্যুতে মৃত্যুতে বার বার হেরে যাই তবু হেয় হতে ভয় পাই -
বমি করে চোখ, বিকৃত ছবি – আর স্মৃতির মুহূর্তগুলি, যে অভিশপ্ত ভ্রূণেরা, জন্ম দিতে হয় বলে, জন্ম দেয় – তা অর্থহীন জন্ম ,

মা, আমার জন্মের আগে, তুমি বোঝো নি কেন ? মা কাকে বলে ?
Share:

Pageviews

Blog Archive