-দিলদার অাহম্মদ রুমন
বুকের ভেতর কষ্ট থাকে কান্নার জল দু'টি চোখে,
মৌনতার এই প্রহরে স্মৃতি গুলো মনে পড়ে।
বুকের ভেতর কষ্ট থাকে কান্নার জল দু'টি চোখে,
মৌনতার এই প্রহরে স্মৃতি গুলো মনে পড়ে।
ভেসে যায় মন অামার শ্রাবণ জলের স্রোতে,
ক্ষয়ে যায় জীবন এই অাঁধার কালো রাতে।
কতোদিন হয়ে গেছে বেঁচে অাছি মিছেমিছে
অপেক্ষার নেই শেষ থেকে যায় তবু রেশ,
পুড়ে যায় স্বপ্ন গুলো শুকনো পাতার সাথে।
বেঁচে অাছি তবু অাশায় ফিরবে তুমি সেই প্রতীক্ষায়
মরণেও চাই পাশে অপূর্ণতার বেলা শেষে,
থেমে যায় সুখের প্রহর ক্লান্ত পাখির সাথে।
ক্ষয়ে যায় জীবন এই অাঁধার কালো রাতে।
কতোদিন হয়ে গেছে বেঁচে অাছি মিছেমিছে
অপেক্ষার নেই শেষ থেকে যায় তবু রেশ,
পুড়ে যায় স্বপ্ন গুলো শুকনো পাতার সাথে।
বেঁচে অাছি তবু অাশায় ফিরবে তুমি সেই প্রতীক্ষায়
মরণেও চাই পাশে অপূর্ণতার বেলা শেষে,
থেমে যায় সুখের প্রহর ক্লান্ত পাখির সাথে।