-দিলদার অাহম্মদ রুমন
উত্তর দেখিয়ে অামায় হাঁটো তুমি দক্ষিণে
চন্দ্র দেখিয়ে অামায় ব্যস্ত তারা গুণে,
স্বপ্ন দেখিয়ে অামায় থাকো তুমি নীরবে
সূর্য দেখিয়ে অামায় মিশে অাছো অাঁধারে।
উত্তর দেখিয়ে অামায় হাঁটো তুমি দক্ষিণে
চন্দ্র দেখিয়ে অামায় ব্যস্ত তারা গুণে,
স্বপ্ন দেখিয়ে অামায় থাকো তুমি নীরবে
সূর্য দেখিয়ে অামায় মিশে অাছো অাঁধারে।
ভুলে যাও এতো রুপের ক্ষণ
শুনে যাও কি বলে এই মন,
গড়বো সুখের অাঙ্গিনায় সোনালী জীবন।
কাব্য শেখালে অামায় পড়ো তুমি গল্প
ছন্দ শেখালে অামায় করো সুর ভঙ্গ,
বাঁচতে শেখালে অামায় তুমি তা জানতে
গড়তে শেখালে অামায় চাও কেনো ভাঙ্গতে।
জীবন বোঝালে অামায় অাছি তুমি অামি
সমুদ্র বোঝালে অামায় হয়ে মরুভূমি,
তন্দ্রা বোঝালে অামায় থাকো তুমি জেগে
নীলাকাশ বোঝালে অামায় মিশে কালো মেঘে।
শুনে যাও কি বলে এই মন,
গড়বো সুখের অাঙ্গিনায় সোনালী জীবন।
কাব্য শেখালে অামায় পড়ো তুমি গল্প
ছন্দ শেখালে অামায় করো সুর ভঙ্গ,
বাঁচতে শেখালে অামায় তুমি তা জানতে
গড়তে শেখালে অামায় চাও কেনো ভাঙ্গতে।
জীবন বোঝালে অামায় অাছি তুমি অামি
সমুদ্র বোঝালে অামায় হয়ে মরুভূমি,
তন্দ্রা বোঝালে অামায় থাকো তুমি জেগে
নীলাকাশ বোঝালে অামায় মিশে কালো মেঘে।