কিংশুক আধিকারী
এক বেছে নেওয়া রাতে, যামিনীর সাথে এগিয়েছিলাম –
এঁকে বেকে চলে যাওয়া নদীটির কাছে –
সযত্নে চুম্বন রেখেছিলাম কেঁপে কেঁপে ওঠা ঠোঁটে -
ভেসেছিলাম বহুদূর – বেহিসেবি স্রোতে,
জলের কোনও ঠিকানা হয় না –
বেতালটাই তাল, আর না থাকাটাই থাকা –
ক্রমশ ক্রমশ বিছিয়ে দিয়েছি নিজেকে শূন্যের কাছে –
ফিরতে চাইলেই কি আর ফেরা যায় ?
এ বৃত্তের কোনও জ্যামিতি নেই –
ইতিহাস নেই
আগামীও নেই
শুধুই নীর নীরধি পেরিয়ে যায় আমায়, ক্রমাগত .
এক বেছে নেওয়া রাতে, যামিনীর সাথে এগিয়েছিলাম –
এঁকে বেকে চলে যাওয়া নদীটির কাছে –
সযত্নে চুম্বন রেখেছিলাম কেঁপে কেঁপে ওঠা ঠোঁটে -
ভেসেছিলাম বহুদূর – বেহিসেবি স্রোতে,
জলের কোনও ঠিকানা হয় না –
বেতালটাই তাল, আর না থাকাটাই থাকা –
ক্রমশ ক্রমশ বিছিয়ে দিয়েছি নিজেকে শূন্যের কাছে –
ফিরতে চাইলেই কি আর ফেরা যায় ?
এ বৃত্তের কোনও জ্যামিতি নেই –
ইতিহাস নেই
আগামীও নেই
শুধুই নীর নীরধি পেরিয়ে যায় আমায়, ক্রমাগত .