নেই তুমি কাছে অাজ একাকী প্রহর
তুমিহীনা কেটে গেছে অনেক বছর,
বিরহের কাঁটাতারে অাহত হৃদয়
ব্যথার অনুভবে জীবনের ক্ষয়।
এই জীবন রেখে বলো
কি হবে ফল?
দু'চোখ জুড়ে শুধু
অশ্রুজল অশ্রুজল।
উদাসীন প্রতিরাত শব্দের সারিতে
কেটে যায় নিরালায় কাব্যের বাড়িতে,
নীরব কবি অামি প্রতিদিন প্রতিক্ষণ
বুঝিনা ছলাকলা অাসল নকল।
অাকুল অনুভূতি হারানো স্মৃতিতে
পারিনা কোনো ভুলে নিজেকে সরাতে,
অবুঝ পাখি অামি উড়ে যাই নীরবে
ব্যথার নীলে ঢাকা স্বপ্ন সকল।
Dildar Ahamad Rumon
তুমিহীনা কেটে গেছে অনেক বছর,
বিরহের কাঁটাতারে অাহত হৃদয়
ব্যথার অনুভবে জীবনের ক্ষয়।
এই জীবন রেখে বলো
কি হবে ফল?
দু'চোখ জুড়ে শুধু
অশ্রুজল অশ্রুজল।
উদাসীন প্রতিরাত শব্দের সারিতে
কেটে যায় নিরালায় কাব্যের বাড়িতে,
নীরব কবি অামি প্রতিদিন প্রতিক্ষণ
বুঝিনা ছলাকলা অাসল নকল।
অাকুল অনুভূতি হারানো স্মৃতিতে
পারিনা কোনো ভুলে নিজেকে সরাতে,
অবুঝ পাখি অামি উড়ে যাই নীরবে
ব্যথার নীলে ঢাকা স্বপ্ন সকল।
Dildar Ahamad Rumon