Your one-stop destination to discover everything Indian that is happening on the Internet

আহ্বান

- Abhay Barman Ray

"আয়রে তোরা দামাল ছোড়া টগবগিয়ে আয় ছুটে ,
দ্যাখ্ না কেমন বর্গীরা সব বাংলা মা কে নেয় লুটে ।
আয় রে মজুর , ছাড় জোহুজুর , শ্রমের মূল্য বুঝবি আয় ,
ডাক চাষীদের বল বাবুদের ক্ষুধার অন্ন কে জোগায় ?
আয় রে তরুণ সূর্য্য অরুণ , নবীন আলোর দে ঝলক ।
জোট বেঁধে তোরা কর প্রতিবাদ জল্হাদ হোক নিস্পলক্ ।।
আয় রে তোরা দামাল ছোড়া তাড়িয়ে ভীতি কর কামাল ,
মায়ের লজ্জা কর নিবারন হায়নারা হোক বেসামাল ।
জাত- পাত ভুলে একসাথে মিলে মেঘ গর্জনে আওয়াজ তোল ,
ছাত্র ও যুব মেলা হাতে হাত হবেই হবে দিন বদল ।

Share:

Pageviews

Blog Archive