Your one-stop destination to discover everything Indian that is happening on the Internet

জনগনতান্ত্রিক

- Abhay Barma Ray

সব পাল্টাবে না , জানি - তবু , কিছুতো বদল হবে ।

অসমানতার যক্ষ্মা সমাজে , সমান ছিলাম কবে ?

তবু , কিছুতো বদল হবে ।

আকাশ কে ছুঁয়ে ইমারত করে আমার সূর্য চুরি ,

দুপুরের সেই গোধূলি ছায়ায় - বাঁচবার বাহাদুরি ,

শুধু আমরা দেখাতে পারি ।

তবু , আমরাই পারি - আমাদের মত বাঁচতে ।

পেটে খিদে মুখে লাজ নিয়ে পারি  হুজুগের তালে নাচতে ।


হাসপাতালের ডাস্টবিনে রোজ - স্বাস্থ্যের খোঁজ করি ,

চায়ের দোকানের গ্লাস - প্লেট ধুয়ে  শৈশব হয় চুরি ।

সব পাল্টাবে না জানি , তবু , কিছুতো বদল হবে ।

পাঁচ বছরের এই এক দিনে , সবাই সমান হবে ।

কিছুতো বদল হবে ।

ঠেকেই শিখেছহি, রাজপথে ভিড়ে বাম দিকে পথ চলতে ,

একী অবস্থা !

অব্যাবস্থা , তবু জীবনের পথে চলতে ,

বামেদের ই দেখি - সরোষে - সরবে

আমাদের ই কথা বলতে ।


Share:

Pageviews

Blog Archive