- Abhay Barma Ray
গায়ের জোরে নিজের টেবিলে
নোবেল স্মারক সজিয়ে রাখতে চাইছে
একটা আধ-পাগলা বুড়ো !
অশান্ত শান্তিনিকেতন
খোয়া গেছে বড়
অমূল্যধন --
অগ্রগতি নৌকা-পথে হাঁটছে [এখন] !
দূরবীন চোখে
টুকরো আলো নাচে ...
দূরে - বহুদূরে উত্সবের মিষ্টি হাওয়া ,
ঠাণ্ডা বাতাস -- কিছু আগে যেন
প্রচুর বৃষ্টি হয়ে গেছে ...
ফিলগুডের মত অসংখ্য অশ্রুকণা
ভাসছে , আকাশে-বাতাসে ...।।
গায়ের জোরে নিজের টেবিলে
নোবেল স্মারক সজিয়ে রাখতে চাইছে
একটা আধ-পাগলা বুড়ো !
অশান্ত শান্তিনিকেতন
খোয়া গেছে বড়
অমূল্যধন --
অগ্রগতি নৌকা-পথে হাঁটছে [এখন] !
দূরবীন চোখে
টুকরো আলো নাচে ...
দূরে - বহুদূরে উত্সবের মিষ্টি হাওয়া ,
ঠাণ্ডা বাতাস -- কিছু আগে যেন
প্রচুর বৃষ্টি হয়ে গেছে ...
ফিলগুডের মত অসংখ্য অশ্রুকণা
ভাসছে , আকাশে-বাতাসে ...।।