ব্যর্থ বাসনার নিরন্তর প্রহরে
রোমাঞ্চিত স্বপ্নের সোনালী নগরে
নিঃসঙ্গ প্রাসাদে স্মৃতিরা হচ্ছে দাহন,
অনন্ত নিদ্রায় শায়িত রয়েছে সুখ
প্রচণ্ড কম্পনে ভেঙ্গেছে এই বুক
রক্তিম প্রভাত পেরিয়ে আজ
নির্বাক দুঃসহ জীবন।
অগ্নির প্রখর উত্তাপে যখন
সমস্ত হৃদয় জ্বলে পুড়ে দগ্ধ হয়,
ইচ্ছে হয় আমার ভীষণ ইচ্ছে হয়
মালঞ্চ হাত ধুয়ে গঙ্গার জলে
নিজেকে করি বড় বেশি রক্তময়।
Dildar Ahamad Rumon
রোমাঞ্চিত স্বপ্নের সোনালী নগরে
নিঃসঙ্গ প্রাসাদে স্মৃতিরা হচ্ছে দাহন,
অনন্ত নিদ্রায় শায়িত রয়েছে সুখ
প্রচণ্ড কম্পনে ভেঙ্গেছে এই বুক
রক্তিম প্রভাত পেরিয়ে আজ
নির্বাক দুঃসহ জীবন।
অগ্নির প্রখর উত্তাপে যখন
সমস্ত হৃদয় জ্বলে পুড়ে দগ্ধ হয়,
ইচ্ছে হয় আমার ভীষণ ইচ্ছে হয়
মালঞ্চ হাত ধুয়ে গঙ্গার জলে
নিজেকে করি বড় বেশি রক্তময়।
Dildar Ahamad Rumon