Your one-stop destination to discover everything Indian that is happening on the Internet

লোভ ধ্বংসের কারন

আফ্রিকায় এক কৃষক বাস করত। সে খুবসুখী এবং সন্তুষ্ট ছিল। সে সুখী ছিল কারন সে সন্তুষ্ট ছিল। সে সন্তুষ্ট ছিল কারন সে সুখী ছিল। একদিন এক আগন্তুক তার কাছে এসে তাকে হীরার মূল্য সম্পর্কে অবগত করল। সে বলল " যদি তুমি তোমার ব্রিদ্ধাঙ্গুলের ­¬ সমান এক টুকরোহীরে পাও তাহলে তুমি তোমার গ্রাম কিনে ফেলতে পারবে আর যদি এক মুষ্টি পরিমাণ হীরা পাওতাহলে সম্ভবত তোমার দেশটাই কিনে ফেলতে পারবে। একথা বলে সে চলে গেল। ওইদিন রাতে কৃষক ঘুমাতে পারলনা। সে অসুখী এবং অসন্তুষ্ট ছিল। পরের দিন সে একটা অদ্ভুত সিদ্ধান্ত নিল। সে তার সকল জমি বিক্রি করে দিল। তার পরিবারের দেখাশুনাবন্ধ করে দিল। এবং হীরারখুজে বেরিয়ে পড়ল। সে সমস্ত আফ্রিকা খুঁজল,কিন্তু পেলনা। শে সমস্ত ইউরপ খুঁজল,কিন্তু পেলনা। অবশেষে সে স্পেনের একটি নদীর সামনে গিয়ে দাড়ালো। সে এতটাই হতাশ হয়েছিল যে নদীতে লাফিয়ে পড়ে আত্মহত্যা করল। এদিকে কৃষকের জমিযে কিনেছিল সে সকালে জমিতে পানি দিচ্ছিল। সকালের সূর্য শিশিরের উপর পড়তে ছিল। হঠাৎ সে খেয়াল করল সূর্যের আলো একটি পাথরের টুকরোর উপর পরে ঝলমল করছিল। সে ভাবলো, পাথর টা ঘরের শুভা বর্ধনে সাহায্য করবে। তাই সে পাথরের টুকরোটি ঘরে এনে সাজিয়ে রাখল। একদিন সেই আগন্তুক আবার আসল। এসে পাথরের টুকরোটি দেখে বলল " এইতো হীরা। ডেব কি ফিরে এসেছে? " লোকটি বলল না সে ফিরে আসেনি। "তাহলে এই হীরা কোথেকে আসল " পাত্রের টুকরোটিকে দেখিয়ে বলল আগন্তুক। লোকটি বলল আমি এটা আমার জমিতে কুড়িয়ে পেয়েছি এবং সেখানে আরও প্রচুর আছে। তারা দুজনে সেখানে গেল। কিছু টুকরো সংগ্রহ করে পরীক্ষা করে নিশ্চিত হল সেগুলা হীরা ই ছিল। অথচ কৃষক লোভের কারনের জমি বিক্রি করল এবং হতাশায় আত্মহত্যা করতে বাধ্য হল।
Share:

Pageviews

Blog Archive